আল্লাহ কুরআনে বলেন, “তোমরা আমার যিকির কর, আমি তোমাদের যিকির করব”। [বাকারাঃ ১৫২]।
আল্লাহর যিকির মুমিনদের জীবনের অন্যতম সম্পদ। এটি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সওয়াব লাভের গুরুত্বপূর্ণ মাধ্যম। শয়তানের কুমন্ত্রণার বিরুদ্ধে হৃদয়কে সুরক্ষিত রাখার এবং চিন্তা, উৎকণ্ঠা ও হতাশা থেকে মুক্তির অন্যতম উপায়ও এটি। আল্লাহর যিকির ভারাক্রান্ত হৃদয়কে হিংসা, বিদ্বেষ, অস্থিরতা থেকে মুক্ত করে। তাছাড়া, এটি আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের আশা এবং তাকওয়াকে মজবুত ও স্থায়ী করে। আল্লাহর যিকিরের মাধ্যমে পার্থিব লোভ ও মিথ্যাচার থেকে মুক্তি পাওয়া যায়, আর জাগতিক ভয়ভীতি ও প্রলোভনকে তুচ্ছ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করা সহজ হয়।
তবে দুঃখজনকভাবে, আজকাল যিকিরের অপব্যবহারও হচ্ছে। যিকির, দু’আ, দরুদ এবং ওযীফার নামে বিভিন্ন বুজুর্গের বানানো পদ্ধতি ও নিয়ম পালন করা হচ্ছে, অথচ রাসূল (সঃ) এর নির্দেশিত পদ্ধতিগুলো উপেক্ষিত থেকে যাচ্ছে। এই কারণেই বিশিষ্ট আলেম ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর ‘রাহে বেলায়াত’ নামক বইটি রচনা করেছেন, যাতে আল্লাহর যিকিরের প্রকৃত উদ্দেশ্য ও উপকারিতা রাসূল (সঃ) এর পদ্ধতিতে অর্জন করা যায়। বইটি প্রকাশ করেছে আস-সুন্নাহ পাবলিকেশন্স।