ইসলামই একমাত্র নারীর অধিকার প্রতিষ্ঠায় বাস্তব নীতিমালার মাধ্যমে নির্ভুল দিক-নির্দেশনা দিয়েছে ও অসম্মান থেকে রক্ষা করেছে। ইসলামের সুশিতল ছায়ায় তাদের দুনিয়া ও পরকালীন জীবনের যাবতীয় কল্যাণের নিশ্চয়তা রয়েছে। ইসলাম তাদের পারিবারিক বন্ধনে আবদ্ধ করে সম্মানিত করেছে। সব ধরনের ফিতনা-ফাসাদ, অন্যায়-অনাচার থেকে নারীদেরকে হিফাযত করেছে। তাদের প্রতি সকল প্রকার বৈষম্য যুলুম-নির্যাতনের পথ করেছে বন্ধ।
আর এগুলো মহান আল্লাহ তা’আলার অনুগ্রহ দয়া নারী জাতির প্রতি। যেকোনো নারী এই দীনের ছায়াতলে আসবে সে থাকবে নিরাপদ আর যে আল্লাহর বিধান অমান্য করবে সে হবে প্রতিটি ক্ষেত্রে অপমানিত লাঞ্চিত যা আমরা চারপাশে দেখতে পাচ্ছি।
যারাই আল্লাহর দিনের বিপরীতে চলেছে আজ তাদের অবস্থান কোথায়? আজ কারো-ই একথা অজানা নেই যে, পাশ্চত্য চিন্তাদর্শন মুসলিম নারীদের প্রতি বিপুল প্রভাব বিস্তার করেছে। এর ফলে তাদের চিন্তার জগতে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এ সুযোগে আমাদের কোমলমতি মা-বোনদেরকে তারা ঘর থেকে বের করে আনছে। কিছু লোক তাদেরকে ভোগ করার জন্য, তাদের সম্মান বিনষ্ট করার জন্য, তাদের প্রতি প্রদত্ত ইসলামের সম্মানসমূহ ক্ষুন্ন করার জন্য উঠে-পড়ে লেগেছে।
তাই আমাদের দায়িত্ব কিসে নারীদের প্রকৃত সম্মান এবং ইসলাম নারীকে কি দিয়েছে আর কিভাবে দিয়েছে তা তাদের সামনে তুলে ধরা।