লেখক : আব্দুল বারী বিন সোলাইমান
প্রকাশনী : মাকতাবাতুস সালাফ
বিষয় : সালাত/নামায
পুস্তিকা সম্পর্কে দুটি কথা
মাসবুক অর্থ \’যে সলাতের এক বা একাধিক রাকআত পার হওয়ার পর কিংবা জামাআত শুরুর কিছু পরে জামাআতে শরীক হয়। যারা জামাআতের শুরু থেকে ইমামের সাথে সলাতে অংশগ্রহণ করে তারা তো সলাতের নির্দিষ্ট নিয়ম অনুযায়ীই সলাত আদায় করে।
কিন্তু যারা পরে অংশগ্রহণ করেছে, দুয়েক রাকআত পরে এসেছে কিংবা একেবারেই শেষে এসেছে তারা কীভাবে সলাত শুরু করবে? বুকে হাত বাঁধবে কি-না, ছানা পড়বে কি-না, কয়টা সূরা পড়বে, আমীন কখন বলবে, প্রথম বৈঠকের পর রফউল ইয়াদাইন করবে কি-না, ভুলবশত ইমামের সাথে সালাম ফিরিয়ে দিলে কী করবে, ইমামের ভুলবশত বৃদ্ধি হওয়া রাকআতকে নিজের রাকআত গণ্য করবে কি-না, ঈদের সলাতে মাসবুক হলে অতিরিক্ত তাকবীরগুলো দিবে কি না, জানাযার সলাতে মাসবুক হলে ছুটে যাওয়া তাকবীরগুলো কাযা করবে নাকি ইমামের সাথে সালাম ফিরিয়ে দিবে, চন্দ্র-সূর্য গ্রহণের সলাত ও ইসতিসক্কার সলাতে মাসবুক হলে কীভাবে সলাত আদায় করবে এমন নানা বিষয়ে তারা সংশয়ের মধ্যে পড়ে যায়।
আপনার দৈনন্দিন সলাতের এসকল জিজ্ঞাসা দিয়েই সাজানো হয়েছে এই পুস্তিকাটি। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতো পুস্তিকাটি হতে পারে আপনার সলাত বিষয়ক বহু জিজ্ঞাসার জবাব।